পবিত্র রমজানে দ্রব্যমুল্যে স্থিতিশীল রাখায় জেলা প্রশাসক প্রসংশিত :
এস এম মাহবুব আলম : পাবনায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ে ক্যাবের
উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং
এর মাধ্যমে দ্রব্যমুল্যে স্থিতিশীল রাখায় জেলা প্রশাসক ও জেলা
ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুলের ইসলামের দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করা
হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে পাবনা জেলা প্রশাসক
মোহাম্মদ মফিজুল ইসলামের কঠোর পদক্ষেপের কারণে এ জেলার ভোক্তারা সহনীয়
মূল্যে পণ্য ক্রয় করেছেন। বিশেষ করে গেল রমজান মাসে। এই পদক্ষেপ অব্যহত
রাখার জন্য ক্যাব নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি জোরালো আহŸান জানান।
সেই সাথে অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট
কর্মকর্তাগণকে অভিনন্দন জানান।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে শনিবার
১২ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় সিনসা সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি ও
নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিতির
বক্তব্য দেন জেলা প্রশাসক‘র প্রতিনিধি সহকারী কমিশনার মোঃ আবদুল আলিম।
ক্যাব জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ
অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী
পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি ও জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং
কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার। সভায় বিভিন্ন
বিষয়ে মতামত ব্যক্ত করেন ক্যাবের সহ সভাপতি রুহুল আমিন বিশ^াস রানা,
যুগ্ম সম্পাদক শফিক আল কামাল ও মীর ফজলুল করিম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক
ড. মনছুর আলম, দপ্তর সম্পাদক ড. আল আমিন, প্রচার সম্পাদক কাজী মাহবুব
মোর্শেদ বাবলা, নারী বিষয়ক সম্পাদক উম্মে সালমা কহিনূর, অর্থ সম্পাদক
আজিজা পারভীন, কার্যকরী কমিটির সদস্য কৃষিবিদ জাফর সাদেক, অধ্যক্ষ
সুরাইয়া সুলতানা, রফিকুল আলম রঞ্জু, করুণা নাসরিন ও মাহবুবা কাজল প্রমুখ।