ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে হাট কড়ই বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল 

Spread the love
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাট কড়ই বাজারে তৌহিদী জনতা । দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে হাট কড়ই বাজারে তৌহিদী জনতা সহ সাধারণ জনতা বিক্ষোভ- সমাবেশ কর্মসূচি পালন করেছে।
 বাদ আছর নন্দীগ্রাম উপজেলার হাট কড়ই বাজারে  কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় অংশ নেয় হাজারো জনতা।বক্তারা বলেন, আজ ফিলিস্তিন যেন রক্তাক্ত করুণার প্রতিচ্ছবি। আর ইসরাইল একটি রাষ্ট্রের নাম নয়, বরং তা মানবতার বিরুদ্ধে সংঘটিত এক কুখ্যাত সন্ত্রাসী শক্তির নাম। ইসরাইল অবিলম্বে তার হত্যাযজ্ঞ দখলদারিত্ব ও গণবিধ্বংসী কার্যক্রম বন্ধ করুক নতুবা মুসলিম উম্মাহর ধৈর্যের সীমা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর ঘর মজলুম ভাই-বোনদের রক্ষায় আমরা জীবনপণ লড়াইয়ে প্রস্তুত। সন্ত্রাসী ইসরাইলকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি মুসলমানদের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব এই দুনিয়াতেই দিতে হবে। বক্তারা আরও বলেন, ইসরাইলি আমেরিকান ও ভারতীয় পণ্য সম্পূর্ণভাবে বর্জন করে তাদের অর্থনীতিকে ভেঙে ফেলতে হবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবেই। দখলদার ইসরাইল ধ্বংস হবে। ইতিহাসের আস্তাকুঁড়ে তার নাম চিরতরে বিলীন হয়ে যাবে। মজলুমের কান্না আল্লাহ শুনছেন। জুলুম বেশিদিন টিকে থাকবে না,সহ বক্তারা তাদের বক্তব্যে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD