সেমিনারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, দেশে প্রায় ২ কোটি লোক কিডনি সংশ্লিষ্ট অসুস্থতায় ভুগছেন।
বিশেষজ্ঞরা এই রোগের ভয়াবহ পরিণতি এড়াতে রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণসহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
কিডনি ফাউন্ডেশন আজ রাজধানীর মিরপুরে ফাউন্ডেশন মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল হাসান। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অব বাংলাদেশ (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম মুহিবুর রহমান এবং সহ-সভাপতি অধ্যাপক এম এ ওয়াহাব এতে বিশেষ অতিথি ছিলেন।
কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ কিডনি রোগের জন্য জীবনযাত্রা ও সচেতনতার অভাবকে দায়ী করে বলেছেন, দেশে উদ্বেগজনক হারে কিডনি রোগী বাড়ছে।
তিনি বলেন, বেশীর ভাগ রোগী এ রোগে আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ এবং প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত হলে এ রোগের নিরাময় সম্ভব।
বিশেষজ্ঞরা বলেন, দৈনিক পর্যাপ্ত পানি পান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ করে এ রোগ প্রতিরোধ করা যায়।