ইন্টারন্যাশনাল ডেস্ক : মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মান অস্ত্র রফতানি হার ৫০ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় অস্ত্র রফতানির এ হার বেড়েছে। এ ছাড়া, অস্ত্র আমদানি কারকদের পছন্দের শীর্ষে জার্মানির তৈরি ট্যাংক রয়েছে বলেও জানা গেছে। জার্মান সাময়িকী ডার স্পাইগাল-এর প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি বিদেশে সামরিক সরঞ্জাম রফতানি কমাবে বলে জার্মান ভাইস চ্যান্সেলর সিগমা গ্যাব্রিয়েলের ঘোষণা সত্ত্বেও দেশটির অস্ত্র রফতানি বেড়েছে। এতে আরো বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র বিদেশে বিক্রির অনুমোদন দিয়েছে জার্মান সরকার।
এতে বলা হয়, কথিত ব্যক্তি পর্যায়ের অস্ত্র বিক্রির অনুমোদন ৫০ ভাগ বেড়ে ৩৩১ কোটি ইউরো স্পর্শ করেছে। এ ছাড়া, প্রধানত ন্যাটো সদস্যদের সমন্বয়ে যৌথ অস্ত্র বিক্রির খাত ৬৩৫ কোটি ইউরো ছুঁয়েছে। জার্মান এ সাময়িকীতে আরো বলা হয়েছে, সম্প্রতি পারস্য উপসাগরীয় দেশ কুয়েতে ১২টি ‘ফুচে’ ট্যাংক রফতানি করেছে বার্লিন। এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলের কাছে ডলফি শ্রেণির ডুবোজাহাজও বিক্রি করেছে জার্মানি।