আবুল কালাম আজাদ।।
তামাক নয়, খাদ্য ফলান,’ প্রতিপাদ্য বিষয়ে নাটোরের গুরদাসপুর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানব বন্ধন, স্বারকলিপি প্রাদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ তামাক বিরধী জোট, বেসরকারি সংস্থা বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার( বিডিএসসি ), আরডিও ও পিএসকেএস এবং চলনবিল প্রেসক্লাবের উদ্যোগে বুধবার ( ৩১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়কে স্বারকলিপি প্রদান করা হয়। পরে উপজেলা অফিস পাড়ায়, রেস্টুরেন্টে, এবং পথচারিদের মাঝে লিফলেট বিতরণ শেষে পৌর সদরে থানা মোড় শাপলা চত্বরে তামাকের কর বৃদ্ধি,ই -সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অতঃপর চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে বিডিএসসির নির্বাহী পরচালক এস এম মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রবিন সাংবাদিক আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এমদাদুদুল হক, সাংবাদিক আলহাজ্ব শহিদুক ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আরডিও র নির্বাহী পরিচালক, জাকির হোসেন এবং পিএসকেএস এর সভাপতি বাজিত উল্লাহ , সাংবাদিক আখলাক উজ্জামান , আতিকুর রহমান ও মিজানুর রহমান।