তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের সিগারেট খাওয়ার জন্য শাসন করাকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে অনন্ত ১৪ ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামে আবুল কালাম (৫৫), তাঁর ছেলে মাসুম বিল্লাহ (৪০), সামজেদের ছেলে আতিকুর রহমান (২৫), মাহফুর রহমান (২৭),আনিছুর রহমান (২০),ইসমাইলের ছেলে, ময়নুল হোসেন (৩২), মুনজুরুল (৩৬), আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুল ইসলাম, মেছের আলীর ছেলে আলতাফ হোসেন (৫২), দলিল মন্ডলের ছেলে মুনছুর আলী (২৫)সহ মোট ১৪ জন।
গুরুতর আহতদের প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৬ জনকে মুমূর্ষ অবস্থায় রাতে দ্রæত সিরাজগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ এবং স্থানীয়রা জানান, ঘটনার দিন সগুনা গ্রামের ওয়াদুদের ছেলে ইমদাদুল হক (২২) তাঁদের বাড়ির উঠানে ধুমপান করছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী ইসমালের ছেলে মন্জুল হক ধুমপান করার অপরাধে ইমদাদুল হক কে কড়া শাসন করে। যা নিয়ে তাঁদের মধ্যে বাক- বিতন্ডা হয়। এতে মন্জুরুল রেগে গিয়ে গাছের ডাল ভেঙ্গে ইমদাদুল কে বেধড়ক পেটায়। এ সময় উভয় পক্ষের পরিবারের সদস্যরা লাঠি, রড, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আর প্রায় এক ঘন্টার এ রক্তক্ষয়ী সংঘর্ষে ওই ১৪ ব্যাক্তি গুরুতর আহত হন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি। অফিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।