Exif_JPEG_420

বিষমডাংগা গার্লস স্কুল এ্যান্ড কলেজে নবীন বরণ

Spread the love
আব্দুল কুদ্দুস তালুকদার – গত সোমবার বেলা ১১ টায় তাড়াশ উপজেলার বিষমডাংগা গার্লস স্কুল এ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরতা ছাত্রীদের বরণ করতে এক  অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের মাঠে। কলেজের গভর্নিং বডির সভাপতি জয় কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক। বিশেষ অতিথি ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের জিএস নজরুল ইসলাম, ভিপি আব্দুল মালেক তালুকদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান তালুকদার, ইউপি মেম্বর ছানোয়ারা খাতুন, সুশীল কুমার মাহাতো, উপজেলা আওয়ামী লীগ লীডার জহুরুল ইসলাম জহির, ম্যানেজিং কমিটির মেম্বর আশুতোষ কুমার মাহাতো, শ্যামল কুমার মাহাতো, সোনাখাড়ার আওয়ামী লীগ লীডার আশুতোষ চন্দ্র সরকার, কলেজ অধ্যক্ষ খগেন্দ্র নাথ মাহাতো প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী পাপিয়া খাতুন, পবিত্র  গীতা পাঠ করেন প্রতিমা রানী এবং পবিত্র বাইবেল পাঠ করেন ৬ষ্ট শ্রেণির ছাত্রী বনশ্রী রায়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন ছাত্রীরা। নবীন ছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তার আগে অতিথিগনকে পূস্পার্ঘ দিয়ে বরণ করেন শিক্ষার্থীগন। প্রধান অতিথিকে মানপত্র প্রদান করেন দশম শ্রেণির ছাত্রী প্রীতিলতা মাহাতো। কলেজের পক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ মহোদয়। তিনি জানান, প্রায় ১২০০ ছাত্রী তার প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করছে। কলেজ শাখায় ২০০ এবং ১০০০ স্কুল শাখায়, অথচ কারো নিকট হতে বেতন নেয়া হয় না। ৪২ জন শিক্ষক কর্মচারী তার শিক্ষায়তনে তিনি নিয়োগ দিয়েছেন। বিগত এইচএসসি পরীক্ষায়ও তার কলেজ থেকে ৮ জন ছাত্রী A + প্লাস পেয়েছে এবং এর আগেও এমন ধারা রেজাল্টের রেকর্ড রয়েছে। এসব ছাত্রীরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং – মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা  চাকুরী তথা কর্মক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে । এছাড়া শিক্ষক চঞ্চল কুমার মাহাতো, তাপস কুমার সরকার, শিক্ষিকা আরিফা সরকার তাদের কলেজের প্রধান সমস্যা কলেজ রোড পাকা করার দাবী জানান প্রধান অতিথির নিকট। কারন এর আগে এমপি, উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য ভিআইপি গন এসে বার বার ওয়াদা দিয়েও মাত্র ২০০ মিটার রাস্তা পাকা করে দেন নি। জবাবে প্রধান অতিথি তুমুল করতালির মাঝে আসন্ন আগষ্ট/২০২২ এর মধ্যেই রাস্তাটি পাকা করে দেওয়ার ওয়াদা করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান পরিবেশন করেন শিক্ষার্থী পূস্প, শশী, প্রত্যাশীসহ অন্যান্যরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক আব্দুল আলীম খান।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD