চাটমোহর প্রতিনিধি : দৈনিক পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচারের প্রতিবাদে চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলন করেছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাধাবল¬ভ মন্দিরের পাশে পরিষদের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য। সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি দূর্গাপূজা উপলক্ষে সরকার উপজেলার ৪৭টি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়। সম্মিলিতভাবে এই চাল বিক্রি করে প্রতেক পূজামন্ডপে ১৯ হাজার টাকা করে প্রদান করা হয়।
এরমধ্যে প্রত্যেক মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যক্রম পরিচালনাসহ ধর্মীয় নানা অনুষ্ঠান ও জাতীয় দিবস উদযাপনের জন্য ১৩ শত টাকা করে উপজেলা পূজা উদযাপন পরিষদের ফান্ডে অনুদান হিসেবে প্রদান করেন। কিন্তু হিন্দু স¤প্রদায়ের কিছু জনবিচ্ছিন্ন ব্যক্তি বা মহল অপপ্রচার চালায় যে, চাল বিক্রির ১৩ শত টাকা কেটে নেওয়া হয়েছে। পাবনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও তারা এই অভিযোগ দেয়। যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এনিয়ে পত্রিকাতেও সংবাদ প্রকাশ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। সে ব্যাপারেই ব্যাখা দিতে এই সংবাদ সম্মেলন।