সিংড়া প্রতিনিধি : ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতায় রাস্তায় নেমেছেন নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ওসি মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌর শহরের থানার মোড়, উপজেলা চত্বর, মাদরাসা মোড়, বালুয়া বাসুয়া চলনবিল গেট এলাকায় তাকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এ বিষয়ে কথা বলতে দেখা যায়। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে জরুরী প্রয়োজনে প্রশাসনের সহযোগিতার জন্য ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ সহ উপজেলা প্রশাসনের নম্বরগুলো তুলে দেন। ওসির এ উদ্যোগে খুশি শিক্ষার্থী ও এলাকাবাসী।