গুরুদাসপুর প্রতিনিধি : গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মোকামের ১৮জন প্রতারিত চাল ব্যবসায়ী তাদের পাওনা ১০ কোটি টাকা উদ্ধারের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন। গত এক বছর ধরে প্রতারকরা পলাতক থাকায় ওই টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে না।গতকাল শুক্রবার সকাল ১০টায় মেসার্স আশিকুল্লাহ এন্টারপ্রাইজে ব্যবসায়ীআসাদুজ্জামান খলিফার সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত ১৮ জন চাল ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে সভাপতি বলেন, চাঁচকৈড় বাজারের শাহ্ এগ্রোফুড মালিক ছাবেন শাহ্ (৪৫) ও তার পার্টনার মিছিল কন্সট্রাকশনের মালিক মশিউর রহমান বাবলুর নেতৃত্বে তাদের ভাই সেলিম শাহ্, মালু শাহ্, শামিম শাহ্ ও সাইদ শাহ্ পরিকল্পিতভাবে চাঁচকৈড় মোকামের ১৮ জন চাল ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের চাল বাঁকিতে ক্রয় করেন। এরপর থেকেতারা টাকা না দিয়ে উধাও হয়ে যায়। পরবর্তিতে গোপনে অনেকবার আপস মিমাংসার চেষ্টা করা হয়।কিন্তু প্রতারকরা পাওনা টাকা পরিশোধ না করে আবারও গা-ঢাকা দেয়। উপরোন্ত পাওনা টাকার তাগিদ দেয়ায় প্রতারক ব্যবসায়ী সেলিম শাহ্ গত ৭ আগস্ট ক্ষতিগ্রস্ত ১২ জন ব্যবসায়ীর বিরুদ্ধে নাটোর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রের আদালতে উল্টো মামলা দায়ের করেছেন।