স্টাফ রিপোর্টার : তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সিংগারপাড়া গ্রামের দুই আদিবাসী কৃষককে মিথ্যে মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী আসাদুল তালুকদারের বিরুদ্ধে। মৃত হিরুয়া মাহাতোর ছেলে জ্যোতিশ চন্দ্র মাহাতো ও গজেন্দ্রনাথ মাহাতোর নামে পাঁচ আগষ্ট দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন ওই প্রভাবশালী।
জ্যোতিশ চন্দ্র মাহাতো ও গজেন্দ্রনাথ মাহাতো জানান, গ্রামের মোস্তাকিন ও মোমিন দুই সহধর ভাই কাটাগাড়ি বাজারে তাদের দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে তিন আগষ্ট আসাদুল তালুকদার ওই দুই ব্যবসায়ী ও তার বয়োবৃদ্ধ বাবা আব্দুস সালামকে পরিকল্পিতভাবে বেধরক মারপিট করে আহত করে। পরে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ নিয়ে পাঁচ আগষ্ট তাড়াশ থানায় একটি মামলা করেন আব্দুস সালামের স্ত্রী মর্জিনা বেগম। ঘর মালিক হিসেবে ওই মামলার স্বাক্ষী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সম্পূর্ণ মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটির তদন্ত চলছে।