সলঙ্গায় জোরপুকুর বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের শাখা শুভ উদ্বোধন  

Spread the love
 
ফারুক আহমেদ :  উন্নত ও আধুনিক গ্রাহক সেবার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আমশড়া জোরপুকুর বাজারে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক লিমিটেডের শাখা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল  ২১ ডিসেম্বর সোমবার ৩নং ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান হাসান ইমাম সহণ তালুকদারের প্রধান অতিধি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।  তাবিব ট্রেডার্স  রায়গঞ্জ এজেন্ট ডাচ্ বাংলা শাখার মাষ্টার কে, এম, আল আল- মামুন সকলকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সেবা গ্রহণের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, ডাচ্ বাংলা ব্যাংকিং ব্যবস্থা মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ- সামাজিক উন্নয়ন সম্ভব।  দেশের ডাচ্ বাংলা ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে ডাচ্ বাংলা এজন্ট ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ- আল্লাহ  উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্দোধন করেন ডাচ্ বাংলাব্যাংক এজেন্টব্যাংকিং শাখার এরিয়াম্যানেজার নূর – ই আলম সরকার
তিনি তার উদ্দোধনী বক্তব্য বলেন, গ্রাহক সেবার কথা চিন্তা করেই আমশড়া জোরপুকুর বাজারে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর শাখা শুভ উদ্বোভধন করা হলো। ডাচ্ বাংলা অফিস চত্তরে ৩নং ধুবিল ইউনিয়নের সাবেক মেম্বর বাহের আলী জোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,  সিরাজগঞ্জের রায়গঞ্জ  ডাচ্ বাংলা ব্যাংকের মাষ্টার আল- আল মামুনের বড় ভাই সাংবাদিক কে, এম, আল-আমিন, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটের আমশড়া জোরপুকুর বাজারের এজেন্টঃ মুন এন্টাপ্রাইজ শাখার এজেন্টঃ মুন এন্টারপ্রাইজার মাসুদ রানা, শাখা ম্যানজের শফিকুল ইসলাম,  সলঙ্গা থানা আওয়ামিলীগের সিনিয়র সদস্য, সুইট ইটভাটার মিলিক ও আমশড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভপতি আব্দুস সাত্তার মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মাষ্টার, রৌহদহ দ্বিমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মমিণ, ৩নং ধুবিল ইউনিয়ন জামায়াতের সেক্রটারী আলহাজ্ব সোলায়মান হোসেন,  ওয়ার্ড মেম্বর মোছাঃ মনোয়ারা বেগম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গফুর আকন্দ, সাবেক মেম্বর আতাউর রহমান আলহাজ, মেম্বর বিশিষ্ট সমাজ সেবক আক্তার হোসেন মুক্তা, পথপ্রার্থী মণিরুল ইসলাম মণি, প্রভাষক জামাল উদ্দিন,  ২নং ওয়ার্ড আওয়ামিলীগের  সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা, আরও উপস্থিত থেকে উদ্বোধন করেন আমশড়া, এবারের মনোনয়ন প্রত্যার্শি ৩নং ধুবিল ইউনিয়নের ভাবি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ  প্রমুখ। ডাচ্ বাংলা অফিস প্রাঙ্গণে দলমত নির্বিশেষে সকল মানুষের উপস্থিতিতে সরগম হয়ে উঠে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD