অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে “জাতীয় পার্টি”র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলা কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে সারিয়াকান্দি পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সরিফের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ শেষে আলোচনার সভার মধ্যদিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র্যালী ও আলোচনা সভা সফাল্যমন্ডিত করেন, ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য ও সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি মোঃ মোকছেদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম খাজা, সাংগঠনিক সম্পাদক সাহাদত জামান আঙ্গুর, পৌর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আবু সাইদ প্রমুখ।