অনলাইন ডেস্ক| অভিনয়শিল্পী কল্যাণ কোরাইয়া বিয়ে করেছেন। গত ২৭ ডিসেম্বর বিকেলে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে অনুষ্ঠিত হয় কল্যানের বিয়ের অনুষ্ঠান। কনের নাম গ্রেইস ভায়োলেট ডি’কস্তা।
হলিক্রস স্কুল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেইস কল্যাণের বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলায় মণিপুরি পাড়ায় একসঙ্গে বেড়ে উঠেছেন তারা।
গত তিন বছর ধরে আমেরিকায় থাকছেন গ্রেইস। বিয়ের জন্য আপাতত দেশে ফিরেছেন। শিগগিরই ফের আমেরিকায় ফিরে যাবেন তিনি। সেখানে পড়াশোনা শেষ করে পাকাপাকিভাবে দেশে ফিরবেন তিনি।