সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানন্দো এসোসিয়েশন ও জেলা তায়কোয়ানন্দো ক্লাবের পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী জেলা
প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহষ্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে, উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। বদলীজনিত প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম এ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে-সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানন্দো ক্লাবের এঁর কোচ, প্রধান প্রশিক্ষক মোঃ বাবুল হোসেন, সরকারি প্রশিক্ষক সালাউদ্দিন তন্ময়, সহকারী প্রশিক্ষক মেঃ ইমরুল হাসান বাঁধন, মোছাঃ শারমিন আক্তার নিশি প্রমুখ। এসময়ে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, জেলা ক্রীড়া সংস্থা’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাবেক কৃতিফুটবলার ও সংগঠক এ.কে.এম. ফরিদুজ্জামান স্ট্যালিন, হেদায়েতুল ইসলাম ফ্রুট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com