শাহজাহান: তাড়াশ নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন এই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী মোছাঃ উম্মে হাবসা (মনি )খাতুন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয়ে গত বুধ ও বৃহস্প্রতিবার দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য চলনবিলের আশে পাশের ২০ গ্রামের মানুষের ভীড় হয়। ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,নবীনবরন,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইসিং মং মারমা। তিনি বলেন তাড়াশ উপজেলার শ্রেষ্ট শিক্ষাঙ্গন নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয় এই প্রতিষ্ঠান থেকে হাজার গুনীজন বের হয়ে দেশের সেবায় নিয়োজিত আছেন। তিনি বলেন চলনবিলের মধ্যে এত সুন্দর প্রতিষ্ঠান আর একটিও নেই। ইতিহাস ঐতিহ্যে শিক্ষা সাংস্কৃতি প্রশিক্ষন ও গবেষনায় এক অন্যন্য বিদ্যাপীঠ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শাহজাহান আলী, সাবেক সভাপতি এ্যডঃ রফিকুল ইসলাম বাটুল, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, ক্রীড়া পরিচালক মোঃ আসাদুজ্জামান, মাগুড়া বিনোদ ইউনিয়নের জামায়াতের সভাপতি ডাঃ মাওলানা মোশারফ হোসেন বিশ্বাস, অত্র স্কুলের শিক্ষক মোঃ আঃ সালাম , মোঃ আবু হাশেম মোঃ জিহাদুল ইসলাম সুজন, প্রমুখ। গত বৃহস্প্রতিবার অনুষ্ঠানের সমাপনী দিবসে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ ও দেশীয় শিল্প সাংস্কৃতি পরিবেশ করা হয়। পুরনো লোক সংগীত পাহাড়ি গান শিল্প ও দৃষ্টি নন্দন নৃত্যে পুরো এলাকা জুড়ে আনন্দের লহড়ে মোহিত হয়ে পড়ে। প্রতি বছরের ন্যায় এ বছর ও বিভিন্ন সাজ সজ্জায় শোভশীত রুপ বিরাজ করছিল। এলাকাবাসিরা জানান চলনবিল এলাকার জনসাধারনগন সারা বছর এই অনুষ্ঠানের জন্য তাকিয়ে থাকেন।
