তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত শিক্ষার্থীরা। আর শৃঙ্খলা ফেরাতে সড়কে কাজ করা শিক্ষার্থীদের প্রসংশা করছেন এলাকার সাধারণ জনগন। তারা বলছেন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বেশি বেশি প্রয়োজন।
সাব্বির, বুশরা, রেজাউল, হাসিব, নাবিল, জিহাদ, সোহাগ শাহীন,সাদি, রিয়েল, সিয়ামসহ প্রায় শতাধিক শিক্ষার্থী গত তিনদিন যাবত তাড়াশ পৌর এলাকার শহীদ মিনার মোড়, প্রেসক্লাব এলাকা, হাসপাতাল মোড়, ওয়াবদা বাঁধ এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।
বিশেষ করে সড়কে চলাচল করা যানবহন ট্যাফিক নিয়মে চলতে, হেলমেড পরে গাড়ি চালানোর জন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি সড়কে পরে থাকা অর্বজনাও পরিস্কার করা হচ্ছে। যার ফলে গত তিনদিন তাড়াশ পৌর এলাকার বোথাও যানজট ছিলনা।
এছাড়া রং তুলিতে শহরের দোয়ালে আলপনা একে সৌন্দর্য আনা হচ্ছে। এ দিকে এলাকার সাধারণ জনগন সড়কে কাজ করা শিক্ষার্থীদের প্রসংশা করছেন। তারা বলছেন এটারই দরকার ছিল।