শিক্ষার ওপর ভ্যাট গণবিরোধী: বিএনপি
প্রতিষ্ঠানগুলোতে সরকারের ভ্যাট আরোপের সিদ্ধান্তকে গণবিরোধী পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গি মূলক আচারণ বলে অখ্যায়িত করেছে বিএনপি।
রোববার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘জাতীয় সংসদে বাজেট অধিবেশনে শিক্ষার উপর ভ্যাট বৃদ্ধি করার পরই বিএনপির এর প্রতিবাদ করেছিল। একই সঙ্গে শিক্ষার উপর ভ্যাট বাতিলের দাবিও জানিয়েছিল। কিন্তু সরকার বিএনপির দাবি মেনে নেয়নি। বরং তারা এর বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’
তিনি বলেন, ‘গতকাল শনিবার রাজস্ব বোর্ড থেকে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কলেজে কতজন ছাত্র-ছাত্রী আছে, কতটি বিভাগ আছে ইত্যাদি। এ সব নির্ধারণ করে আগামী ১৫ আগস্টের মধ্যে ভ্যাট পরিশোধ করতে হবে।’
রিপন বলেন, ‘ক্ষমতাসীনরা শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবসা-বাণিজ্যিক উপকরণে পরিণত করার নীতি গ্রহণ করেছে। বিএনপি এ নীতিতে বিশ্বাস করে না। তাই বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ সরকারের আরোপিত ভ্যাট বাতিল করা হবে।’
সরকারকে কাছে প্রশ্ন রেখে বিএনপির এ নেতা বলেন, ‘কোন প্রক্রিয়ায় শিক্ষা উপর ভ্যাট আরোপ করা হলো তা জনগণের কাছে পরিষ্কার করুন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।