এদের নিয়ে স্বপ্ন দেখি আর দোয়া ও চেষ্টা করি আল্লাহতালা কারো না কারো মাধ্যমে আমাদের এই স্বপ্নকে পুরন করবেন ইনশাআল্লাহ। আজ আমাদের এই স্বপ্ন পুরন হলো সুখ পাখি সামাজিক সংগঠন সিরাজগঞ্জ। পাশে আছি ইনিশিয়েটিভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সামাজিক সংগঠন, গো- বাংলা টেকনোলজি লিঃ ঢাকা এদের অর্থায়নে।
মানবতার কাজে সবার পাশে
ভিলেজ ভিশন বাংলাদেশ তাড়াশে ২০১৭ সালথেকে প্রতিবারের ন্যায় এবারও বাড়ি বাড়ি গিয়ে জরিপ করে ১০ জন বাচ্চাকে সিলেক্ট করে সুন্নতে খাৎনা করে দেয়া হয় তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে ।খাৎনার সাতদিন পর ধুমধাম করে রং খেলে,ফটকা ফুটিয়ে,গানবাজনা করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে নতুন পোশাকাদি পায়জাম,পান্জাবি টুপি স্যান্ডেল আতর পড়ানো হয়। এরপর চলে শিশুদের পরিবার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে পোলাও,গোশত,ডাউল,পায়েশ ও পান সুপারি দিয়ে চলে ১৫০ জনের মেহমানদারি।সাথে দেয়া হয় উপহার সামগ্রী একটা টিফিন বক্স, একটা মগ,বড়ই, পেপে ও জামবুড়া গাছ।এধরণের আয়োজনে দাতা,গ্রহিতা,মেহমান ও আয়োজনকারি সবাই আনন্দিত,উৎফুল্ল। অনুষ্ঠান শেষে সবার উপস্থিতিতে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে একটি চালতা গাছ রোপন করা
