ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে গুরুদাসপুর উপজেলা

Spread the love

আবুল কালাম আজাদ:

“ আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সারা দেশের ন্যায় আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোরের গুরুদাসপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় উপজেলা টাস্কফোর্সের তালিকা অনুযায়ী ‘ক’ শ্রেনিভুক্ত ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করার বিষয়ে সোমবার (২০মার্চ) বেলা সাড়ে ১১টায় গুরুদসপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় প্রেসব্রিফিং এ  বলেন, আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপে ১০০ টি একক গৃহ আগামী ২২ মার্চ ২ শতাংশ জমির দলিলসহ গৃহের চাবি হস্তান্ত্রের মাধ্যমে গুরুদাসপুর উপজেলাকে চুড়ান্তভাবে ভূমিহীন ও গৃহহীওমূক্ত ঘোষনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রাবনী রায় জানান,  এই উপজেলায়  ১ম ধাপে  ৫০ টি, ২য় ধাপে ১৩৫ টি,ও ৩য় ধাপে ১০৯ টিসহ মোট ৩৯৪ টি একক গৃহ  এবং সেনাবাহিনী কর্তৃক চাপিলা ইউনিয়নে বৃ চাপিলা ২২ টি ব্যারাকে ১১০ টি এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২ টি  নির্মান করে  মোট ৫০৬ টি  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।এসময় উপজেলার প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD