ভাঙ্গুড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ,পালন ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হেদয়েতুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ,পালন ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দিকনিদের্শনা মূলক পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে জাতীর পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘৭৫ এর ১৫ আগস্টের বঙ্গবন্ধু পরিবারের শাহাদৎ বরণ কারি সকল শহীদ, জাতীয় চার নেতা ও ১৪ ডিসেম্বরসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ এক মিনিট নিরবতা পালন করেন।