জাকির আকন : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শহরের প্রধান সড়কটি কাচা ব্যবসায়ীদের দখলে থাকায় প্রতিদিন শহরের চলাচলকারী শত শত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে । কাচা বাজারের আটচালা শেডঘড় গুলো বেদখলে থাকায় প্রধান সড়কে এই রাস্তায় দীর্ঘদিন ধরে এই বাজার বসলে ও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ছে না ।
সরজমিনে ও ব্যবসায়ীদের অভিযোগে জানা যায়, তাড়াশ উপজেলা শহরের প্রবেশ মুখ বীর মুক্তিযোদ্ধা মোড় ( আলেপ মোড়) থেকে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেট মোড় দিয়ে প্রতিদিন শহরের বাজার ও স্কুল কলেজে ও অফিসগামী শত শত মাানুষ এই সড়কে যাতায়াত করে থাকে। বিশেষ করে রাস্তায় চলাচলকারী শহরে আগত মহিলা , শিশু বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও তাড়াশ বিশ^বিদ্যালয় কলেজগামী ছাত্রীরা বিরম্বনার শিকার হন বেশি । ভুক্তভোগীদের অভিযোগ কাচা বাজারের আটচালা শেডঘড় গুলো বেদখলে থাকায় প্রধান সড়কে এই রাস্তায় দীর্ঘদিন ধরে এই বাজার বসায় এই ভোগান্তির কারণ । প্রধান সড়কের অর্ধেক জুড়ে কাচা বাজার বসায় ও ভ্যান রিকসা সড়কে দাড়িয়ে থাকায় প্রতিদিন সড়কে চলাচলকারী শতশত মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তায় চলাচলকারী মহিলা , শিশু ও স্কুল কলেজগামী ছাত্রীরা বিরম্বনার শিকার হন বেশি । সড়কের উপর বসানো কাচা দোকানদার মানিক রায় জানান, সড়কে আগে ভ্যান দাড়াতো তাই তিনি দখল করেছেন । শহরের ব্যবসায়ী আব্দুর রহিম জানান কাচা বাজারের আটচালা শেডঘড় গুলো বেদখলে থাকায় প্রধান সড়কে এই রাস্তায় দীর্ঘদিন ধরে এই বাজার বসলে ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের টনক নড়ছে না । সরজমিনে দেখা যায়, দুধ, মাছ ও কাচা বাজারের জন্য ৫-৬টি আটচালা শেড গুলো দখলে নিয়েছে প্রভাবশালীরা । সড়কে চলাচলকারী আব্দুল আজিজ জানায় রাস্তা জুড়ে এই কাচাবাজারে একটি ভ্যানগাড়ী আসলে পথচারীদেও সমস্যা সৃষ্টি । প্রধানসড়কে ২টি ভ্যান দুদিক দিয়ে প্রবেশ করলেই ঘটে যানযট আর বিরম্বনা। তাড়াশের বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়ন কর্মী মোঃ আব্দুর রাজ্জাক রাজু জানান, পৌরশহরের উন্নয়নে ও যাটজটসহ বিভিন্ন সমস্যার সমাধানে পরিকল্পিত ভাবে কাজ করা উচিত বিশেষ করে সড়ক থেকে কাচাবাজার কে শেডে স্থানান্তর, সড়কের দাড়িয়ে থাকা ভ্যান রিকসাগুলো ষ্টান্ডে দাড়িয়ে থাকার ব্যবস্থা গ্রহণ করতে হবে । এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মিজবাউল করিম জানান, এই সড়কের কাচা বাজারের কারণে সমস্যাসহ শহরের অনেক সমস্যা জেনেছি সব গুলো একসাথে সমাধান করা সম্ভব নয় পর্যায়ক্রমে সমস্যা সমাধান করা হবে ।