গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরের বরইয়ের এলাকা খ্যাত মামুদপুর গ্রামে বরই বাগানে শত্রুতাা করে কেটে ফেলা হয়েছে ২০টি গাছ। এটি হোসেন খলিফার ছেলে মো. লিটনের বাগান। বাগানে উন্নজাতের আপেল ও বারমাসি নারিকেলি কুল ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। লিটনের সন্দেহ, পারিবারিক কলহের জেরে গত শনিবার ভোররাতে তার দাদা সাবেক পুলিশ কর্মকর্তা ইউসুফ খলিফার কেয়ারটেকার মোঃ শামসুল এ সর্বনাশ ঘটিয়েছে।
ইউসুফ খলিফা মুঠোফোন রিসিভ করেননি। তবে শামসুল এ অভিযোগ অস্বীকার করেছেন। কালাম সরদার, জিল্লুর ড্রাইভার, শামীম ফকিরসহ স্থানীয়রা জানান, লিটনের বংশে জমিজমা নিয়ে বিরোধ আছে। হয়তো তাদের মধ্যে কেউ এ ঘটনা ঘটাতে পারে। অন্য কারো সাহস নেই তাদের বরই বাগান ধ্বংস করে। গাছের সাথে শত্রুতা কেউ ভালো চোখে দেখছে না। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে ইউসুফ ও লিটনদের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে বলে জানান তিনি।