শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: গোলাম মোস্তফার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের স্বামী পরিত্যক্তা নারী রুবি খাতুন (৩৫) কে গত ১ জুলাই ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা তার ছোনকস্থ অফিসে মোবাইলে ডেকে আনেন। এরপর তাকে তার অফিস কক্ষে কেউ না থাকার সুযোগে ধর্ষনের চেষ্টা করেন। পরবর্তীতে ওই মহিলা এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খুলে বলেন। কিন্তু এর কোন সুরাহা না হওয়ায় তিনি সম্প্রতি বগুড়ার নারী শিশু নির্যাতন ট্রাইনুব্যাল দুই এ নারী শিশু নির্যাতন দমন আইনের (৯) এর ঘ ধারা মোতাবেক একটি মামলা (নং ৮২ পি) দায়ের করেছেন। এ ব্যাপারে বাদীর আইনজীবি এ্যাড: খায়রুল বাশার সোহাগ মামলা দায়েরর সত্যতা স্বীকার করে জানান, মামলাটির বিষয়ে বিজ্ঞ আদালত থেকে এখনো কোন আদেশ পাওয়া যায়নি।