ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ অক্টোবর) বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সভা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুছা. মাজেদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী, পল্লী উন্নয়ন অফিসার মামুনার রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাদিয়া পারভীন, পূর্ণিমা রানী ঘোষ প্রমুখ।