সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জ সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক মোঃ ফারুক আহমেদকে ৫০০০ টাকার অসামান্য আর্থিক অনুধানের সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর ) সকাল ১০ টার সময় সাংবাদিক ফারুক আহমেদের নিজ বাসায় এসে ৫০০০ হাজার টাকা প্রদান করা হয়।অনুদানের চেক সাংবাদিকের ফারুক আহমেদের হাতে তুলে দেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি দৈনিক তৃতীয় মাত্রার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাহেদ আলী ও দৈনিক জবাবদেহি পত্রিকার থানা প্রতিনিধি মাসুম বিল্লাহ । আর্থিক সহায়তা অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার পত্রিকার প্রতিনিধি সাহেদ আলী বলেন, আমরা আমাদের সংগঠন থেকে এই সর্বপ্রথম অসুস্থ কোনো এক সাংবাদিকে কিছু আর্থিক অনুধানের সহায়তার মধ্যে দিয়ে এই মহতী কাজ শুরু করলাম। পরবর্তীতে আমরা আমাদের ক্লাব রিপোর্টার্স ইউনির্টির মাধ্যমে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ড গঠন করে অচ্ছল, পঙ্গু ও মৃত্যু সাংবাদিকদের পরিবারে পাশে কিছু টুক হলেও দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্য হবে না। এখানে যিনি পেশায় সাংবাদিক এবং অসুস্থ তিনি অবশ্য অনুদান পাবেন। আমরা কোনো মতাদর্শ দেখব না। যোগ্য ব্যক্তি আবেদনের মাধ্যমে সহায়তা পাবেন।এই সাংবাদিক নেতা বলেন, আমরা সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অসুস্থ, পঙ্গু ও মৃত্যু বরণ সাংবাদিকদের সন্তানদের পড়ালেখার জন্য আমাদের ক্লাব থেকে যেন সাহায্য সহযোগীতা করতে পারি তার জন্য আমরা চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছি। বিমা করার জন্যও চিন্তা ভাবনা চলছে। আমরা চাইব সাংবাদিকরা বিনামূল্যে চিকিৎসা পায় এমন একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য। যেখানে সাংবাদিক ছাড়া অন্যরা অর্থ ব্যয় করে চিকিৎসা নিবেন।
তিনি বলেন, গত ১৫ বছর অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। সাংবাদিকতা করার জন্য আমরা এখন একটি মুক্ত ও স্বাধীন সময় পেয়েছি। এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তবে এক্ষেত্রে সুযোগ পেয়ে অপসংবাদিকতা করা যাবে না।তিনি বলেন, নতুন বাংলাদেশের বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। গণমাধ্যমেও সংস্কার করা হচ্ছে। সংস্কার এই দেশে সাংবাদিকদের কাজ করাও অনেকটা চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ গড়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে।এই সময় আরো উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম মুন্টু দৈনিক জনতার খবর ও সভাপতি সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি, গ্রামীণ খবরের সম্পাদক ও প্রকাশ সহেল রানা, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি হোসেন আলী, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি কে,এম আলআমিন খন্দকার, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা প্রতিনিধি জি,এম সপ্না, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি লিখন আহমেদ প্রমখ। এই সময় সাংবাদিক ফারুক আহমেদ কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি এই অসামান্য অর্থিক অনুধানের সহায়তা পেয়ে তিনি তার সহকর্মী কলম সহযোদ্ধা বন্ধুদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার সহকর্মী ও কলম সহযোদ্ধা বন্ধুদের জন্য মহান আল্লাহুর কাছে সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করেন।
ReplyForward
|