স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশ থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আবদুর রাজ্জাক রাজুকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মাননা পেয়েছেন। গত ১০ ফেব্রুয়ারী রবিবার ঢাকাস্থ জাতীয় নাগরিক সংগঠন উদীয়মান বাংলাদেশ কর্তৃক সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকার পরীবাগ কম্যুনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে রাজুর অনুপস্থিতিতে তার এক আত্মীয় ক্রেষ্ট গ্রহণ করে বক্তব্য রাখেন। উল্লেখ্য, আবদুর রাজ্জাক রাজু পত্রিকা সম্পাদনা ও লেখালেখির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ সমাজসেবায় বিশেষ অবদান রেখে চলেছেন। আর উদীয়মান বাংলাদেশ চলতি বছরে সিরাজগঞ্জ জেলা থেকে একমাত্র আবদুর রাজ্জাক রাজুকে এই সম্মাননার জন্য নির্বাচিত করে বলে জানিয়েছে।