স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান একাই গুরুত্বপূর্ণ চার পদে কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এতে ওই দপ্তরগুলোতে ভোগান্তি বেড়েছে। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ মাস ধরে ইউএনও প্রশাসক দিয়ে চলছে নব যাত্রা শুরু তাড়াশ পৌরসভার কার্যক্রম। সহকারী কমিশনারের (ভূমি) পদটিও প্রায় ৪ মাস যাবৎ শূন্য। ইউএনও সহকারী কমিশনারের (ভূমি) ও পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন তিনি।ফলে দপ্তরগুলোতে সার্বক্ষণিক কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আর বিপাকে পড়েছেন ওইসব দপ্তরে সেবা নিতে আসা লোকজন।
সেবা প্রত্যাশী শাহালম ফকির, আব্দুল মজিদ, শামিম আহমেদ, নাছিমা খাতুন, রিনা পারভীনসহ অনেকে জানান, পৌরসভার জন্ম, মৃত্যুর সনদপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাজে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একই অবস্থা ভূমি অফিসেও। গুরুত্বপূর্ণ ভূমি নামজারির কাজ কিছুটা চলমান থাকলেও আরএস রেকর্ড সংশোধনের কাজ প্রায় বন্ধ রয়েছে। এসব পদ শূণ্য থাকায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা স্থায়ীভাবে দায়িত্ব পালন না করায় বাধ্য হয়ে দিনের পর দিন দপ্তরগুলোতে ঘুরতে হচ্ছে তাদের।
এ প্রসঙ্গে ইউএনও ইফ্ফাত জাহান সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি নতুন যোগদান করেছেন। চাপ থাকলেও প্রশাসনিক সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে।