চাটমোহর প্রতিনিধি: চাটমোহরের জোড়ার মাথার শিশু রাবেয়া ও রোকাইয়াকে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প¬াস্টিক সার্জারি ইনস্টিটিউট’র উদ্বোধন করতে এসে বহির্বিভাগে চিকিৎসাধীন জোড়া মাথার শিশু দু’টিকে দেখেন প্রধানমন্ত্রী বলে শিশুর পরিবার সূত্রে জানা গেছে।
মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া রাবেয়া ও রোকাইয়াকে নিয়ে চাটমোহরসহ পাবনার সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় ও চ্যানেলে রিপোর্ট সম্প্রচার হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী দফতরের নজরে আসে এবং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু দু’টির চিকিৎসার দায়িত্ব নেন। বুধবার তাদের দেখার সময় প্রধানমন্ত্রী শিশু দু’টির হাত ধরে আদর করেন। একই সঙ্গে শিশু দু’টির চিকিৎসার খোঁজখবর নেন। এ সময়ে বাবা-মা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাদের বাবা-মায়ের সঙ্গেও কথা বলেন। তাদের সান্তনা ও সাহস দেন।