স্টাফ রিপোর্টার : তাড়াশে আইনজীবী একমাত্র ছেলের হাতে ৭৬ বছর বয়সী বাবা খুন হয়েছেন। নিহতের লাশ শুক্রবার দুপুরে থানা পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে ময়না তদন্ত করে।
স্থানীয় সূত্র জানিয়েছেন, উপজেলার সগুনা ইউনিয়নের দিঘী গ্রামের আলহাজ¦ ওসমান আলীর আইনজীবী ছেলে ফারুক আহমেদের (২৮) সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বার্থ সংশ্লিষ্ট পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ফারুখ ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় বাবা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া সজিমেক হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকৎসক আসিফ মাহমুদ। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে দিবাগত রাত ১টার দিকে গাড়ীতেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের স্ত্রী ছকিনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ফারুক পলাতক রয়েছে।