গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর ৪ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ বলেছেন,”দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন, “যে মানুষটি বার বার ইউপি ও উপজেলা চেয়ারম্যান হন, যিনি ২০১৮ সালে দলীয় মনোনায়ন ধানের শীষ পেয়েও দলের সিদ্ধান্তের বাইরে যাননি তার হাতে আবারো ধানের শীষ তুলে দিলাম।”
শনিবার বিকালে গুরুদাসপুরের রুহাই স্কুল মাঠে বিএনপি নেতাকর্মীদের আয়োজনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত প্রধান বক্তা আব্দুল আজিজ ওই সময় উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবীণ শিক্ষক আব্দুল মমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো.আব্দুর রশিদ সরকার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, দোরাপ উদ্দিন, হাসিবুর রহমান, মইনুল হোসেন, আহাদ আলী প্রমুখ। প্রধান অতিথি আব্দুর রশিদ বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার বইছে। বিপুল ভোটে বিজয়ী হবেন ধানের শীষের প্রার্থীরা।বক্তারা দলমত নির্বিশেষে ধানের শীষের জন্য সবার ভোট চাইলেন।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com