অনলাইন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হোসেন শাহ্নেওয়াজ এর বাড়িতে চুরির ঘটনায় ১ ভরি স্বর্ণালংকার সহ ৫জন চোরকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা পুলিশ)। গ্রেফতারকৃত চোরেরা হলো- জেলা শহরের পিটিআই বালুবাগান এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম(২০), মসজিদপাড়ার আব্দুর ইসলামের ছেলে আলী হোসেন(২২), আসলামের ছেলে সজিব(২০), বাসুনিয়া পট্টির জিল্লুর রহমানের ছেলে ইয়াসিন(২০) ও ফকিরপাড়ার মুনসুর আলীর ছেলে আবু সাঈদ(৪০)। এব্যাপারে পুলিশ সুপার জানান, সাংবাদিক হোসেন শাহনেওয়াজ এর বাড়িতে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ডিবি জেলা ডিবি পুলিশের এস.আই জাহিদকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। আমার নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনায় জড়িত চোরদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হোসেন শাহনেওয়াজের শহরের পূর্ব পাঠানপাড়ার বাড়িতে বুধবার গভীর রাতের কোন এক সময় ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণের মালা, বালা, ৪ জোড়া কানের দুল, ৩টি আংটি, ৫টি নাক ফুল, মোবাইলসহ বিভিন্ন জিনিষ চুরি করে নিয়ে যায়। নবাবগঞ্জ সদর মডেল থানায় হোসেন শাহনেওয়াজ বাদি হয়ে মামলা করলেও থানা পুলিশ চোর ধরতে ব্যর্থ হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি পুলিশের এস.আই জাহিদকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এরপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে এই চুরির ঘটনার সাথে জড়িত ৫ চোরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।