অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়ার শাজাহানপুর উপজেলার শাখার সভাপতি ব্যক্তিগত কাজে অনুপস্থিত থাকায় সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সভাপতি কে দায়িত্ব দেয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ১০ (খ) এবং (ঘ) বিধি মোতাবেক উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আলী ইমাম ইনোকি দায়িত্ব পালন করবেন। এছাড়া গোহাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন্দ’র সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু স্বারিত প্রেস বিজ্ঞপ্তি মারফত উপরোক্ত সিদ্বান্ত জানানো হয়েছে।
