অনলাইন ডেস্কঃ জয়পুরহাটের কালাই থানা পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আইনের সাজাপ্রাপ্ত মামলার আসামী আব্দুর রউফ ওরফে সাদ্দামকে(৩৫) উপজেলার চেচুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে । গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালাই থানার ওসি (তদন্ত) সুমন কুমার রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে
কালাই থানার ওসি (তদন্ত) সুমন কুমার রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে
এসআই মকবুল হোসেন এবং এএসআই সুধীর চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মামলার আসামী আব্দুর রউফ ওরফে সাদ্দামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাদ্দাম উপজেলার উদয়পুুর ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।