অনলাইন ডেস্কঃ সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার শাহাগোলা রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. মুনছুর রহমান (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মুনছুর রহমান নওগাঁর আত্রাই উপজেলার মাধাইমুড়ি গ্রামের মৃত আহসান প্রামাণিকের ছেলে। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শাহাগোলা রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আরিফুল ইসলাম আরিফ এর সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই লাশ সেখান থেকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। বিধায় লাশ উদ্ধার করা সম্ভব হয়নি ।#