গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে রালী শেষে হলরুমে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযন্তে তোমায় রাখিবো আগলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। প্রবীণদের সুরক্ষার দায়িত্ব পালনে নবীনদের প্রতি আহŸান জানান তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএসএম আলমাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, থানার এসআই সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, এনডিপি’র ব্যবস্থাপক কছিম উদ্দিন প্রমূখ।
