মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ
বিজ্ঞান বলছে— চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এ ঘটনা বাস্তব এবং নিরবচ্ছিন্নভাবে ঘটছে। প্রতিবছর প্রায় এক থেকে দেড় ইঞ্চি করে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে— এমনটাই জানিয়েছে নাসা ও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান।
মানুষের চোখে এই পরিবর্তন ধরা পড়ে না, কিন্তু মহাবিশ্বের সময়ের হিসাব অনুযায়ী এটি এক বিশাল রূপান্তর। বিজ্ঞানীদের মতে, কোটি কোটি বছর পরে এমন সময়ও আসবে যখন পৃথিবীর আকাশে আর চাঁদ দৃশ্যমান থাকবে না।
চাঁদ একসময় পৃথিবীর অনেক কাছাকাছি ছিল। সৃষ্টির প্রারম্ভে এটি ছিল গলিত আগুনের গোলার মতো উজ্জ্বল— যেন রাতের আকাশে আরেকটি সূর্য! তখন পৃথিবীও অনেক দ্রুত নিজের অক্ষে ঘুরত; একদিনের দৈর্ঘ্য ছিল মাত্র চার ঘণ্টা। সময়ের প্রবাহে মাধ্যাকর্ষণ বলের কারণে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, চাঁদ পৃথিবীর মহাসাগরের দিকে আকর্ষণ সৃষ্টি করে, আবার মহাসাগরের ঢেউয়ের প্রতিক্রিয়াশক্তি চাঁদকে বিপরীত দিকে টেনে নেয়। এই টানাপোড়েনের ফলে চাঁদ ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথ থেকে দূরে সরে যাচ্ছে।
অ্যাপোলো মিশনের নভোচারীরা চাঁদের মাটিতে কিছু প্রতিফলক আয়না স্থাপন করেছিলেন। পৃথিবী থেকে লেজার রশ্মি প্রেরণ করে আজও সেই আয়নাগুলোর প্রতিফলন বিশ্লেষণ করা হয়, যার মাধ্যমেই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে— চাঁদ সত্যিই প্রতি বছর সামান্য হলেও দূরে সরে যাচ্ছে।
বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, প্রায় ৬০০ কোটি বছর পর চাঁদ পৃথিবীর কক্ষপথে থাকবে না। তখন সূর্যগ্রহণের মতো মহাজাগতিক দৃশ্য আর ঘটবে না। জোয়ার-ভাটা নিঃশেষ হয়ে যাবে। চাঁদের আলোহীন পৃথিবী হয়ে উঠবে এক নিঃসঙ্গ গ্রহ— আলোহীন, আকর্ষণহীন, নিস্তব্ধ এক জগৎ।
তখন সূর্যের বিকিরণ ক্রমে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেবে, সমুদ্রের পানি বাষ্পে পরিণত হবে, ধ্বংস হবে পরিবেশের ভারসাম্য। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত ও তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তনে হয়তো শেষ হবে মানবসভ্যতার অধ্যায়ও।
তবুও এই সত্যটি আমাদের ভাবায়—
যে চাঁদকে আমরা প্রেমে, কবিতায়, প্রার্থনায় ও নিঃসঙ্গতার ভাষায় স্মরণ করি, সেই চাঁদ একদিন আর থাকবে না আমাদের পাশে।
তবু যতদিন সে আছে, চলুন না— চাঁদের দিকে তাকাই ভালোবাসা ও বিস্ময়ের চোখে; কারণ সে শুধু জ্যোতির্ময় নয়, আমাদের আবেগ ও অস্তিত্বেরও অংশ।
তথ্যসূত্র:
NASA Lunar Laser Ranging Experiment
Science Advances Journal (2022)
National Geographic: “The Moon Is Moving Away From Earth”
NASA Apollo Mission Archives