ফরিদপুর (পাবনা) জুয়েল আহমেদ: প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গোপালনগর বাজারে শুরু হয়েছে জমজমাট মেলা। গোপালনগরের খেলার মাঠে আয়োজিত এ মেলায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।মেলায় রয়েছে নানা রকম ফাস্টফুডের দোকান, সুস্বাদু মিষ্টির দোকান, গৃহস্থালী সামগ্রী এবং প্রয়োজনীয় নানা জিনিসপত্র। কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীরা মেলার আমেজে মেতে উঠছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে।স্থানীয়রা জানান, বহুদিন ধরে এই মেলাটি গোপালনগরের একটি ঐতিহ্য হিসেবে চলে আসছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই এ আয়োজন অনুষ্ঠিত হয় এবং স্থানীয়দের কাছে এটি একটি বিশেষ আনন্দঘন উৎসব হিসেবে ধরা দেয়।
মেলায় আগত এক দর্শনার্থী বলেন, “এখানে এলে সত্যিই অন্যরকম আনন্দ লাগে। কেনাকাটা করার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়।”মেলার আয়োজক কমিটি জানিয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।