মুফতি খোন্দকার আমিনুল আবদুল্লাহ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে নতুন ইতিহাস রচনা করল। আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক খোকন পার্ক মাঠে অনুষ্ঠিত এক মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়খে চরমোনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দা.বা. আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন—বগুড়া-৫ আসন (শেরপুর-ধুনট) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত নেতা প্রভাষক মীর মোঃ মাহমুদুর রহমান।
সমাবেশে শায়খে চরমোনাই তাঁর বক্তব্যে বলেন—
“দেশে সুশাসন, ন্যায়ভিত্তিক রাজনীতি ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন অপরিহার্য। আমরা চাই, প্রতিটি ভোটের মূল্যায়ন হোক, প্রতিটি নাগরিকের মতামত সংসদে প্রতিফলিত হোক।”
তিনি আরও বলেন—
“আমরা এদেশের মানুষকে শান্তি, ন্যায় ও নিরাপত্তার সমাজ উপহার দিতে চাই। আর সে লক্ষ্যে আমাদের যোগ্য, সৎ ও আমানতদার নেতৃত্ব প্রয়োজন। প্রভাষক মাহমুদুর রহমান ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবেন।”
ঘোষণার মুহূর্তে খোকন পার্ক প্রাঙ্গণ “আল্লাহু আকবার” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনতার উচ্ছ্বাস এবং সমর্থনে পরিবেশ যেন আন্দোলিত হয়ে যায়।
মাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলগণসহ বিপুল সংখ্যক জনতা অংশগ্রহণ করেন। তাঁরা সকলেই বগুড়া-৫ আসনে প্রভাষক মীর মোঃ মাহমুদুর রহমানকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ঘোষণা শেরপুর-ধুনটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।