শেরপুর, বগুড়া প্রতিনিধি
মুফতি খোন্দকার আমিনুল আবদুল্লাহ
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী বগুড়া বাজার সংলগ্ন ফুলজোড় (বাঙালী) নদীর কুলদিয়ে বাজার এলাকায় ২০০টি তালবীজ রোপণ করা হয়েছে।
প্রকৃতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় নিবেদিতপ্রাণ সংগঠন স্বাধীনজীবন এ মহৎ উদ্যোগ গ্রহণ করে। সকালে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্বাধীনজীবন-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক নাছিমসংগঠনের সদস্য মোঃ ফরহাদ হোসেন, আলফাজুর রহমান, মোঃ বাসার শেখসীমাবাড়ী শিক্ষক কল্যাণ সমিতি ও বেটখৈর শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আলী হাসানসীমাবাড়ী এস.আর. উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন তালুকদার প্রভাষক মোঃ সাইফুল ইসলামব্যবসায়ী মোঃ সাহাদৎ হোসেন ও মোঃ মানিক এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।প্রকৃতি ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। উপস্থিত সবাই এ কর্মসূচিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন।