পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর বিএনপি’র উদ্যোগে কর্মশালা ও কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বিকেল ৫টায় বিএনপি নেতা আঃ মুত্তালিবের সঞ্চালনায় ঘন্টাব্যাপী কর্মশালায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল। ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের দক্ষতা বৃদ্ধি, দলীয় আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা,জনসংযোগ কৌশল নির্ধারণ ও প্রতিপক্ষের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলায় করণীয় নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য দেন, রিয়াজ উদ্দিন মোল্লা,জাকির হোসেন, আঃ ছালাম সরকার, শরিফুল ইসলাম তোহা, গৌড় কুন্ডু, শহিদুল ইসলাম, আঃ কুদ্দুস সাহাবুল, শাহাদত হোসেন, তাইজুল ইসলাম, ডাঃ জিল্লুর রহমান, মজনুর রহমান, আবু তালেব, সাইফুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন প্রমুখ। কর্মশালায় চাটমোহর পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পাবনায় সরকারি রাস্তা ও ক্যানেল দখল করে স্থাপনা নির্মাণ
পাবনার চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামে সরকারি জায়গা ও পানি নিষ্কাশনের ক্যানেল জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে করে যে কোন মূহুর্তে ক্যানেলটি বন্ধ হয়ে আনকুটিয়া বিলের প্রায় দেড়শত বিঘা জমি জলাবদ্ধতার শিকার হবে।
দেখা গেছে, আনকুটিয়া গ্রামের মোঃ মনসুর আলী, রায়হান আলী গং সরকারি জায়গা জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। দখল করা হয়েছে পানি নিষ্কাশনের ক্যানেলটি। স্থানীয় বাসিন্দা, জমির মালিক ও স্থানীয় ইউপি সদস্যের চাপে ক্যানেলের এক পাশের পাকা স্থাপনা মনসুর আলী গং অপসারণ করলেও দখলকৃত জায়গা ছাড়েনি।
এতে করে ক্যানেলে ভেঙে যাচ্ছে পাশের জমির অংশ। মনসুর আলী গং কোন কিছুর তোয়াক্কা না করে ইচ্ছেমতো সরকারি জায়গা দখল করে নিয়েছে। এলাকার লোকজন বাধা দিলে মনসুর আলী গং চাটমোহর থানায় এলাকার কতিপয় ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করে হয়রানী করছেন।
এলাকার জয়নাল আবেদীন, জামাল উদ্দিনসহ অন্যরা অভিযোগ করেন মনসুর, তার ভাগ্নে রায়হান ও স্ত্রী লাভলী কোন কিছুর তোয়াক্কা করছেন না। বারবার শালিস হলেও তা মানেনি মনসুর আলী গং।এ বিষয়ে মনসুর আলীর স্ত্রী লাভলী খাতুন সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা চলাচলের জন্য এ জায়গা দখল করেছি। ক্যানেল দখল করলেও কিছু অংশ ছেড়ে দিয়েছি।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারি জায়গা দখলের বিষয়ে বলেন, আমি বারবার জায়গা ছেড়ে দিতে বলেছি। কিন্তু তারা তা মানছেন না। আমি বিষয়টি উপরে জানাবো। এই জমি দ্রুত দখলমুক্ত করা দরকার।
ReplyReply allForward
|