নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মহাড়কের উপর গাড়ি পার্কিং করে রাস্তাায় যানজট তৈরীকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ঘেঁষা কদিমচিলান ইউনিয়নের দায়ের পাড়া এলাকার নাটোর-পাবনা মহাসড়কের সাদিয়া তেল পাম্পের সামনে এঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, কদিমচিলান সাদিয়া তেল পাম্পের অপর প্রান্তে শহিদুল ইসলামের হোটেলের সামনে প্রায় দিনই গাড়ির যানজট লেগে থাকে।প্রতিদিনের মত আজকেও সকালে ৩০/৩৫ টি ট্রাক মহাসড়কের উপর পার্কিং করে রাখলে রাস্তায় বড় ধরনের জ্যাম তৈরি হয়। এখানে ব্যাপক যানজটের কারনে মাঝে মাঝেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বনপাড়া হাইওয়ে পুলিশের গাড়ি প্রতিদিনের মত আজকেও মহাসড়কে টহল দিচ্ছিলো। হঠাৎ বড় ধরেনর যানজটের খবর আসায় হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে হাজির হয়। মহাসড়কের উপর গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর চড়াও হয়ে হামলা করে কয়েকজন ট্রাক ডাইভার,হেলপার ও জৈনক কিছু ব্যক্তি। এতে করে মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশের টহল টিমের গাড়িকে পেছন থেকে চাপ দিয়ে দুর্ঘটনার কবলে ফেলার চেষ্টা করে তারা। এবং পুলিশের এএসআই জাহিদুলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা ও মারধর করে। এতে করে পুলিশের এএসআই জাহিদুল ইসলাম আহত হয় এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশের আরেকটি টিক এসে গাড়িসহ ড্রাইভার মারুফ ও হেলপারকে আটক করে থানায় আনেন।বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুর মোর্শেদ জানান, ঘটনাটি অপ্রীতিকর এবং এ ঘটনার সঙ্গে জড়িত ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে থানায় আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ReplyReply allForward
|