গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরী আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। চলনবিলের বিলশা এলাকায় ১২ই সেপ্টেম্বর নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে ১২ই সেপ্টেম্বর ওই নৌকা বাইচ প্রতিযোগিতা সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে সহকারী কমিশানার (ভুমি) আসাদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাছ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, জামাত নেতা আব্দুল খালেক মোল্লা, সাংবাদিক আলী আক্কাছ বক্তব্য রাখেন।#
