গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে যুব র্যালী, শপথ গ্রহণ, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটিতে যুব ঋণের ১৬ লাখ ১০ হাজার টাকার চেক পেয়েছেন ১৬ জন যুবক-যুবতী।
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সভায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন যুবক-যুবতীর মাঝে যুব ঋণের ১৬ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
