“দৈনিক করতোয়া”র ৫০ তম বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত 

Spread the love

 সিরাজগঞ্জ প্রতিনিধি, শাহ আলম:   দৈনিক করতোয়া” পত্রিকার  ৫০ তম বর্ষপূর্তিউপলক্ষে আলোচনা সভা কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫,)  সকাল  ১১ টায় চৌরাস্তা রোডস্থ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স হল রুমে বহুল প্রচারিত “দৈনিক করতোয়া”র  সিরাজগঞ্জের প্রতিনিধির আয়োজনে  দৈনিক করতোয়া”র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা কেক কর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এর উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বস্তুনিষ্ট এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন এঁর জন্য  দৈনিক করতোয়া ইতিমধ্যেই  উত্তরবঙ্গের সেরা দৈনিকের  স্থান পেয়েছে।  সমাজের সকল প্রকার অনিয়ম এবং গণ মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত কাজের কথায় তুলে ধরেছে দৈনিক করতোয়া।  এ পএিকার বিভিন্ন ধরণের সংবাদ প্রকাশের জন্য সমাজের বিভিন্ন ধরণের উন্নয়ন সাধিত হয়েছে। সিরাজগঞ্জে রেলওয়ের জংসন না হওয়ার সংবাদে ব্যাতিত হয়ে সিরাজগঞ্জ বাসীকে সাথে নিয়ে এই জংসন সিরাজগঞ্জের মাঠিতে স্থাপন করার আন্দোলনকে বেগবান করার জন্য অতি দূরত্ব সিরাজগঞ্জ বাসীকে সাথে নিয়ে দাবী আদায়ের আন্দোলন ঘোষণা করা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  ও জাতীয় দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি,  বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক  মোঃ এনামুল হক,  অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক করতোয়া”র সিরাজগঞ্জের প্রতিনিধি ব্যুরো চীফ হেলাল আহমেদ।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ লতিফ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,  জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা সৈয়দ নিয়ামুল হাকিম সাজু,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হীরুকগুণ,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় এঁর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের  সহ -সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, জেলা জজ কোর্টের আইনজীবী মোঃ শহিদুল ইসলাম, জাতীয় দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না,জাতীয়  দৈনিক অগ্রসর ও রাজধানী টিভি জেলা প্রতিনিধি  মোঃ  আশরাফুল ইসলাম (জয়), জাতীয় দৈনিক চিত্র  জেলা প্রতিনিধি ও দৈনিক যমুনা প্রবাহ স্টার্ফ রিপোর্টার  মোঃ হোসেন আলী (ছোট্ট),  জাতীয় দৈনিক আজকের দর্পণ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চাঁদতারা নির্বাহী সম্পাদক  ইউসূফ ইমরান  দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এর সম্পাদক মোঃ মাসুদ রানা, দৈনিক ট্রাইবুনাল পএিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা,প্রমুখ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD