নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীকে তার গাড়ি থেকে নামিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এই হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের মোঃ আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সড়কের ওপর কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে সাইদুরের ধস্তাধস্তি চলছিল। এক পর্যায়ে তার আর্তচিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে গলা কাটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। আমরা হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছি।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে নেওয়া হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।