লুৎফর রহমান তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে উৎসব মুখর পরিবেশে দৈনিক করতোয়া ৪৯ বছর পেরিয়ে ৫০তম বছরে পদার্পনউপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে।১২ আগষ্ট মঙ্গলবার সকালে দৈনিক করতোয়ার প্রতিনিধি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদলের আয়োজনে
উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নুশরাত জাহান
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায়প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও (রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরদার মোঃ আফসার আলী।আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম,জয়নুল আবেদীন মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার,তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক আবুল বাশার, সাপ্তাহিক চলনবিল বার্তায় নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি প্রভাষক সনাতন দাশ, সমকালের প্রতিনিধি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন রঘুনীলি কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আবু তালেব সরদার,তাড়াশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামিউল হক শামীম,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক,জিন্দানী ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সালাম, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল কাদের, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম,এ মাজিদ, নয়া দিগন্তে লুৎফর রহমান,কালবেলার হাদিউল হৃদয়, মানবকণ্ঠের সোহেল রানা সোহাগ,প্রতিদিনের সংবাদেরমৃণাল সরকার মিলু, ঢাকা প্রতিদিনের সাব্বির মির্জা, ছাত্র নেতা আমিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা দৈনিক করতোয়ারসমৃদ্ধি কামনা করেন। সেই সাথে গ্রাম ও জনপদের সংবাদ প্রকাশের জন্য করতোয়ার প্রশংসা করে।