তাড়াশে খালে বিলে চায়না রিং জালে সর্বনাশ

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ তাড়াশ উপজেলার চলনবিলসহ খালে বিলে ও মাঠে অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে আটকা পড়ে ছোট ছোট দেশী মাছ , কুচিয়া, ব্যাঙ,পোকা মাকড়সহ জলজ প্রাণীজ নিধন হওয়ায় মাছের প্রজনণ বৃদ্ধিসহ পরিবেশ হুমকির মুখে পড়েছে । নিষিদ্ধ চায়না রিং জাল বন্ধ না করতে পারলে ভবিষ্যতে চলনবিলে মৎস শুণ্য হওযার আশংকা রয়েছে ।

সরজমিনে সংশ্লিষ্ট ও সরজমিনে জানা যায়, চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার খাল বিলে ও মাঠের অসাধু মৎসজীবিরা অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে আটকা পড়ে ছোট ছোট দেশী মাছ নিধন করছে । এসব রিং জালে শুধু মাছ নয় ছোট ছোট মাছ সহ কুচিয়া, ব্যাঙ,পোকা মাকড়সহ জলজ প্রাণীজ আটকা পড়ছে । ফলে ছোট ছোট নিধন হওয়ায় মাছের প্রজনণ বৃদ্ধিসহজলজ প্রাণী নিধন হওয়ায় পরিবেশ হুমকির মুখে পড়েছে । এ বিষয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাংকিং এবং রিং জালকারীদের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্টে আওতায় দন্ড দেওয়া জরুরি বলে সচেতন এলাকাবাসি মনে করছেন ।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD