সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ উল্লপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে রাজিব(১৭) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন। সে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ।
আজ রবিবার (১০ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার সোনতোলা ব্রীজের পাশে করতোয়া নদীতে রাজিব ও তার তিন বন্ধু মিলে গোসল করতে নামে নদীতে স্রোত থাকায় রাজিব ভেসে যায় । অপর তিন বন্ধু সাঁতার দিয়ে পাড়ে উঠতে পারলেও কিন্তু রাজিব সাঁতার না জানায় স্রোতে ভেসে যায় আর সে পাড়ে উঠতে পারেনি। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজখুজি এবং উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর জানালে ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত এসে নদীতে নেমে অনেক খোজাখুঁজি করে রাজিবকে উদ্ধার করতে পারেনি।পরে বিকেল ৫ টার দিকে রাজশাহী থেকে ডুবুরী দল এসে নিখোঁজ রাজিবকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।