গুরুদাসপুরে ৬ ডাকাত আটক

Spread the love

অটো, ভ্যান, মোটরসাইকেল ডাকাতিসহ পুকুর মালিক ও পর্যটকরা ছিল টার্গেট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে উপজেলার কালাকান্দর ¯øুইচগেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রথমে ৪ ডাকাতকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর থেকে ডাকাত দলের দুই প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা।
গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের ডাকাত দলের প্রধান সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও মৃত কামাল হোসেনের ছেলে কাওসার আহম্মেদ (২৫), আব্দুল আজিজের ছেলে বিপ্লব হোসেন (২৪), মোবারক আলীর পুত্র মবিদুল ইসলাম (২১), হরদমা গ্রামের রওশন আলীর ছেলে মনিরুল (২৪) ও কালিনগর পাধোয়া গ্রামের আব্দুল সালামের পুত্র সুরুজ আলী (২১)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছেন তারা। তারা নাজিরপুর, মামুদপুর, গুরুদাসপুর, কাছিকাটা, বিলসা ও বিলদহর এলাকায় ডাকাতি করতো। এ পর্যন্ত ১২টি অটোগাড়ী, ১৫টি ভ্যান ও ১০টি মোটরসাইকেল ডাকাতি করেছেন। তাছাড়া মাছের পুকুরে বিষ দেওয়ার হুমকি দিয়ে নানাভাবে পুকুর মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল তারা। স্থানীয় বিলসা এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও ছিল তাদের টার্গেট।স্থানীয়রা জানান, তারা বিভিন্ন সময় বিশেষ করে রাতের বেলা মানুষের মোটরসাইকেল, অটো ভ্যানগাড়ী, সিএনজি ইত্যাদি ছিনতাই ও ডাকাতি করতো। তাদের রিমান্ডে নিলে আরো চাঞ্চল্যকর তথ্য উদঘাটন হবে ধারণা করছেন স্থানীয়রা।এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আসামীদের কারাগারে প্রেরণ করা হবে।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD